খুলনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রেজা শেখ (৩৬) নামের এক যুবককে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নগরীর জিরোপয়েন্টে সিকদার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আহত রেজা শেখ লবণচরা কৃষ্ণনগর এলাকার সুলতান শেখের ছেলে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান জানান, রাত ৮ টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা তার মাথা, হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন