নোয়াখালীতে দুর্গাপূজা উপলক্ষ্যে জেলা পূজা উৎযাপন কমিটির সাথে জেলা বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মাইজদীস্থ বাসায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান।
এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির নেতা আবু নাছের, মাহবুবর আলমগীর আলো, বাবু কামাখ্যা, জেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু কিশোর চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক রতন কৃষ্ণ পাল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি এজিএস সুমন, ভিপি জসিম, ওমর ফারুক টপি, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ। এর আগে পূজাকে সফল করার জন্য দুপুরে দত্তেরহাটের নোয়া কনভেনশন হলে আরেকটি প্রস্তুতি সভা করে জেলা বিএনপি।
বিডি প্রতিদিন/জামশেদ