সারাদেশের ন্যায় সরকারের সকল মন্ত্রণালয়, অধিদফতর, পরিদফতর ও সংস্থায় ডিপ্লোমা ডিগ্রিধারী সার্ভেয়াররা অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রিধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে কর্মবিরতি পালন করেছে।
বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন অফিসে কর্মরত সার্ভেয়াররা তাদের নিয়মিত কাজ বাদ রেখে ‘বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মবিরতি পালন করে।
কর্মবিরতিতে গোপালগঞ্জ সড়ক বিভাগের সার্ভেয়ার শামীম আহমেদ, বাপাউবো’র সার্ভেয়ার নাজমুল ইসলাম সবুজ, জামসেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার সিরাজুল ইসলাম, রমজান আলী, রাজস্ব শাখার সার্ভেয়ার ইউসুফ আলী, সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইব্রাহিম খলিলসহ জেলার সকল অফিসের ডিপ্লোমা ডিগ্রিধারী সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সড়ক বিভাগের সার্ভেয়ার শামীম আহমেদ বলেন, আমরা আগামী রবিবার থেকে পূর্ণদিবস কর্মসূচি পালন করবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের নিয়মিত কাজে ফিরবো না।
এদিকে সার্ভেয়ারদের কর্মবিরতির কারণে জেলার সকল অফিসে ভূমি জরিপ সংক্রান্ত কাজে ব্যাপক স্থবিরতা সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ ভূমি জরিপ সংক্রান্ত যাবতীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
বিডি প্রতিদিন/একেএ