বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন ৫৩), পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম (৪৯), ভাটরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম (৪৮) ও আওয়ামী লীগ নেতা মাসুদ রানা (৩২)।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, আসামিদের নাশকতা মামলায় গ্রেফতার করে বগুড়ার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই