লক্ষ্মীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করা হয়। এ ছাড়া শহরের যানজট নিরসন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সকলের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহায়তার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, অতিরিক্তি জেলা প্রশাসক উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) প্রিয়াংকা দত্ত, জেলায় কর্মরত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. আহমেদ কবির, প্রেসক্লাবের সভাপতি হোছাইন আহমদ হেলালসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই