বগুড়ার শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ইমদাদুল হককে (৩৫) গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার ফুলকোট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইমদাদুল হক ওই গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি উপজেলার আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, গত বুধবার রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে ইমদাদুল হককে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে তিনটি দেশীয় হাসুয়া ও একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, ইমদাদুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা