ঝুপটি করে মাছরাঙাটি জলে দিয়ে ডুব
কৈমাছ এক ধরে আনে ভোর বেলাতে চুপ,
টপ টপ করে খেতে গিয়ে আটকায় গলে খুব
বক দেখে দূরে বসে হাসে সে যে চুপ।
চিলে এসে কৈমাছটি ধরে নিয়ে যায়
বকটি কেঁদে বলে কেমন হলো হায় হায়,
ফুড়ুৎ করে উড়ে এসে চটপটে এক টুনি
কী হয়েছে আমার কাছে বলো দেখি শুনি।
যেই না বকটি বলে দিল চুরি করছে চিলে,
টুনি বলে চিলকে আমি মারব লাথি কিলে,
তোমরা দুজন এবার থেকে হয়ে যাবে মিল
টুনির কথা শুনে বকটি হাসছে যে খিলখিল!