টুই টুই টুই
পাতার ফাঁকে আলাপ করে
টোনাটুনি দুই।
টোনাটুনির লাজ
রেশমি সুতোয় বাঁধছে বাসা
নিপুণ কারুকাজ।
উজ্জ্বল গায়ের রং
গান শুনিয়ে লম্বা লেজে
দেখায় নানান ঢং।
টোনাটুনির বাস
কাঁঠাল, লেবু লাউয়ের গাছে
দেখি বারোমাস।
টুই টুই টুই
পাতার ফাঁকে আলাপ করে
টোনাটুনি দুই।
টোনাটুনির লাজ
রেশমি সুতোয় বাঁধছে বাসা
নিপুণ কারুকাজ।
উজ্জ্বল গায়ের রং
গান শুনিয়ে লম্বা লেজে
দেখায় নানান ঢং।
টোনাটুনির বাস
কাঁঠাল, লেবু লাউয়ের গাছে
দেখি বারোমাস।