‘দ্য ইরাস ট্যুর’ কনসার্ট দিয়ে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন টেইলর সুইফট। এ কনসার্ট দিয়ে আর কত রেকর্ড গড়বেন, তা এখনই বলা মুশকিল। পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে এবার নতুন রেকর্ড গড়লেন এ পপ তারকা। কোনো ট্যুরে একক শিল্পী হিসেবে তিনিই প্রথম অষ্টমবারের মতো ওয়েম্বলিতে পারফর্ম করলেন সুইফট। ২০ আগস্ট লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্মের মধ্য দিয়ে ইউরোপ ট্যুর শেষ করলেন তিনি। শেষটাও হলো মনে রাখার মতোই। যুক্তরাজ্যে সুইফটের গান শুনেছে প্রায় ১২ লাখ মানুষ!