আবার ঢাকায় আসছেন আতিফ আসলাম। এবার গাইবেন ঢাকার আর্মি স্টেডিয়ামে। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন আতিফ। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। ফেসবুকে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণাটি দেয় আয়োজক প্রতিষ্ঠান। মিউজিক শুনে নেটিজেনরা বুঝে নিয়েছেন এ কনসার্টে গাইবেন আতিফ।