বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বাংলাদেশের চলমান পরিস্থিতি নজরে রাখা হয়েছে বলে গতকাল নিয়মিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। তিনি জানান, বাংলাদেশে সংঘটিত চলমান পরিস্থিতি নজরে রেখেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। একই সঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবশ্যই তারা এ অব্যাহত সহিংসতা দেখতে চায় না।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পেন্টাগনের মুখপাত্র বলেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আমার সহকর্মীরা যা বলেছে, আমিও সেটির প্রতিধ্বনি করতে চাই। আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং অবশ্যই আমরা অব্যাহত সহিংসতা দেখতে চাই না।
পরে পৃথক প্রশ্নে ওই সাংবাদিক মানবাধিকারের চরম লঙ্ঘনে জড়িত ব্যক্তিদের শান্তিরক্ষা মিশনে নিয়োগের বিষয়ে জানতে চান। জবাবে প্যাট রাইডার বলেন, এ বিষয়ে বলার মতো কোনো বক্তব্য আমার কাছে নেই। আমি আবারও বলতে চাই, আমরা স্পষ্টতই সহিংসতার বৃদ্ধি দেখতে চাই না। আমরা, অবশ্যই সেখানে শান্তি ও স্থিতিশীলতা এবং মানবাধিকার মেনে চলার বিষয়টি দেখতে চাই।