গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং ছাত্রলীগ-যুবলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলেই সব ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নুরুল হক নূর বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল এই অন্তর্বর্তী সরকার। বর্তমান রাষ্ট্রপতি প্রশ্নবিদ্ধ, তাকে অবিলম্বে অপসারণ করতে হবে, নয়তো ঝুঁকি থেকেই যাবে। প্রশাসনে সংস্কারের আগে রাষ্ট্রপতির অপসারণ চাই। তিনি বলেন, অতীতে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বিরাজনীতিকরণের উদ্যোগ ছিল, তাই দ্রুত গুছিয়ে নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগামী নির্বাচনের জন্য রূপরেখা দিতে হবে। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ছাত্র-জনতা গণহত্যার দায়ে বিচারের দাবি ওঠে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এ আলোচনা সভায়। একই সঙ্গে এত দিন গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করারও দাবি ওঠে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও ফজলুর রহমান প্রমুখ।