ভুয়া ট্যাক্স রিটার্নসহ বেকার হওয়া শ্রমিকদের পুনর্বহালের জন্যে পিপিপি (প্যা চেক প্রটেকশন প্রোগ্রাম) কর্মসূচিতে মিলিয়ন ডলারের অধিক হাতিয়ে নেওয়ার মামলায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনের দুই বাংলাদেশি নির্মাণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এফবিআই কর্তৃক ব্যাপক তদন্তের পর ৫ সেপ্টেম্বর গ্রেপ্তাররা হলেন নূরুস সাফা (৬৫) এবং তার পুত্র মইদুল সাফা (৩৪)। চট্টগ্রামের সন্দ্বীপের সন্তান নুরুস সাফা আগে উত্তর আমেরিকাস্থ সন্দ্বীপ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।