চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) তেলবাহী জাহাজ ‘বাংলার জ্যোতি’তে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ১১টায় এ ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন ডেক ক্যাডার সৌরভ কুমার সাহা, ফোরম্যান নুরুল ইসলাম ও ক্যাজুয়াল স্টাফ হারুন। এদিকে, ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসসি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। জানা যায়, গতকাল সকালে বন্দরের ডলফিন জেটিতে নোঙর করে থাকা ‘বাংলার জ্যোতি’তে বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর পরই জাহাজটিতে আগুন ধরে যায়। এ সময় জাহাজে থাকা নাবিকদের অনেকেই নিরাপদে নেমে আছেন। জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার পেয়ে নির্বাপণে যোগ দেয় চট্টগ্রাম বন্দর, কোস্টগার্ড, নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর পর সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বিএসসির নির্বাহী পরিচালক ও গঠিত তদন্ত কমিটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেন, ‘বিস্ফোরণের পর জাহাজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কিন্তু বিস্ফোরণের কারণ এখনো জানতে পারিনি। স্পটে থাকা তিনজনই নিহত হওয়ার কারণে বিস্ফোরণের কারণ জানা দুরূহ হবে।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে বিস্ফোরণের একাধিক কারণ থাকতে পারে বলে ধারণা করছি। এর মধ্যে রয়েছে ঘটনাস্থলে বৈদ্যুতিক স্পার্ক কিংবা গ্যাস জমা হওয়া।’ বিস্ফোরণ প্রসঙ্গে বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘আগুন নেভাতে চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কাজ করেছে। আগুন নেভানোর পর ট্যাংকারটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।’ এদিকে, অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে দুটি কমিটি গঠন করেছে বিপিসি ও বিএসসি। বিপিসির কমিটিতে প্রধান করা হয়েছে ইআরএলের ব্যবস্থাপনা পরিচালককে। কমিটিকে এক কর্মদিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর বিএসসির সাত সদস্যবিশিষ্ট কমিটির প্রধান করা হয়েছে নির্বাহী পরিচালক মো. ইউসুফকে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলার জ্যোতি জাহাজটি বিএসসির মালিকানাধীন একটি পুরনো জাহাজ। জাহাজটি মূলত বন্দরের বহির্নোঙরে অবস্থান করা মাদার ট্যাংকার ভেসেল থেকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) পরিবহন করে থাকে। ওই ট্যাংকারে ইআরএলের প্রায় ১২ হাজার টন অপরিশোধিত তেল ছিল।
শিরোনাম
- নতুন মামলায় আনিসুল-ফারুকসহ ৯ জন গ্রেফতার
- কানপাকা রোগ কোনও ঠুনকো কিছু নয়
- লিলু হত্যার মিশনে ছিল ভাড়াটে কিলার, অস্ত্র-জুতা উদ্ধার
- তৃতীয় পাকিস্তানি হিসেবে শাহিন আফ্রিদির অনন্য কীর্তি
- শ্বাসকষ্ট : হার্টের অসুস্থতার অন্যতম লক্ষণ
- ক্যারিবিয়ানদের কাছে এমন হারের পর যা বললেন মিরাজ
- প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জামায়াত আমিরের
- বাউবির বিএড পরীক্ষা ২২১ টার্ম’র ফল প্রকাশ
- বাসে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণে নিহত ১, আহত ৩
- পিছিয়ে পড়েও প্রতিপক্ষের জালে ৫ গোল বায়ার্নের
- হবিগঞ্জ সীমান্তে তিন ভারতীয় অনুপ্রবেশকারী আটক
- নওগাঁয় বৃষ্টির মতো শিশির, সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি
- তারল্য সংকটে মন্দ ঋণ পুনরুদ্ধারে হতাশা
- রক্ত দিয়ে কেনা স্বাধীনতা দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়: রিজভী
- বাজার নিয়ন্ত্রণের উত্তম দাওয়াই ব্যবসায়ীদের হাতেই
- ব্যাংকে তারল্য সংকট: টাকা উত্তোলনে ভোগান্তিতে গ্রাহক
- নগদ টাকার সংকটে ব্যবসা বাণিজ্যের গতি মন্থর
- আজ যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
- ম্যারাথন প্রতিযোগিতার পুরস্কার গরু-মাছ, আছে রাজহাঁস-মোরগও
- দিনাজপুরে দিন দিন বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪
আপডেট:
চট্টগ্রামে অয়েল ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৩
দুই কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এই বিভাগের আরও খবর