মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার কর্মী দায়িত্বে থাকবেন। গতকাল দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গৃহীত কার্যক্রম নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান। শারমীন এস মুরশিদ বলেন, আগামীকাল (শুক্রবার) ৪ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সব কর্মকর্তা-কর্মচারীকে পূজাম প অনুসারে আট ঘণ্টা করে তিন শিফটে রোস্টার অনুযায়ী দায়িত্ব প্রদান করার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের সঙ্গে নাগরিক সমাজ, বিপ্লবী ছাত্ররাও থাকবেন। তিনি বলেন, ‘আমরা মুসলমান-হিন্দু-খ্রিস্টান বা বৌদ্ধ বলে আর বিভেদ সৃষ্টি করতে দিতে পারি না। আমরা পূজাম পগুলো নজরদারি করব, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক নজরদারি করছে।
শারমীন মুরশিদ বলেন, কেন্দ্রীয়ভাবে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সারা দেশের পূজাম পের মনিটরিং রিপোর্ট এই কট্রোল রুমে সরবরাহ করা হবে। কন্ট্রোল রুমে যোগাযোগ নম্বর ১০৯৮। এ ছাড়া সব কর্মকর্তা-কর্মচারীর (সনাতন ধর্মের ছাড়া) পূজাকালীন ছুটি বাতিল করার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর/সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ঢাকাসহ কিছু জায়গায় পূজাম পে হামলা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত ছিল আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করেছে। আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। দুষ্কৃতকারীরা নানা কূটচালে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে, তা হতে দেওয়া যাবে না। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল।