সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল রমনা কালী মন্দির পরিদর্শন করেছেন। আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান দুর্গাপূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বী সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দেশব্যাপী পূজামণ্ডপের নিরাপত্তায় সব সময় প্রস্তুত ও তৎপর রয়েছে সেনাবাহিনী। আমরা অতীতের মতোই সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখব।’ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘নৌবাহিনী পূজাম পের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি সবার জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পূজা উদ্যাপনের প্রত্যাশা করেন।
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, ‘দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিমান বাহিনীও সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে।’ পরিদর্শনকালে সশস্ত্র বাহিনী ও অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।