মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, সহিংসতার পক্ষে কোনো অজুহাত থাকতে পারে না। বাংলাদেশে সহিংসতার জন্য দায়ী যে কোনো ব্যক্তিকে জবাবদিহি করা উচিত। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা স্পষ্ট করে বলছি, সহিংসতার পক্ষে কোনো অজুহাত থাকতে পারে না। সেটা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে হোক অথবা যারা প্রতিবাদ করছে তারাই করুক না কেন। সহিংসতার জন্য যে-ই দায়ী হোক না কেন, তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। অপর এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, আমরা নিশ্চিতভাবেই বাংলাদেশ এবং অন্যত্রও ধর্মীয় স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ।