হঠাৎ করে জরুরি বৈঠক ডেকেছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (৭ অক্টোবর) হামাস-ইসরাইল যুদ্ধের এক বছর পূর্তির দিনে এই বৈঠক ডাকলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৈঠকটি খুবই জরুরি বলে মনে করা হচ্ছে। কারণ কৌশলগত সম্পর্কমন্ত্রী রন দার্মারের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েলের বৈঠকটি শেষ মুহূর্তে গিয়ে বাতিল করে দেওয়া হয়। ফরাসি মন্ত্রীর সঙ্গে বৈঠকের বদলে নেতানিয়াহুর বৈঠকে তাকে যুক্ত হতে বলা হয়।
মঙ্গলবার দখলদার ইসরাইলকে লক্ষ্য করে ১৮১টি মিসাইল ছোড়ে ইরান। এরপর থেকেই ইরানে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে ইসরাইল। তবে কবে কখন হামলা চালানো হবে এবং এটির তীব্রতা কেমন হবে সেটি এখনও স্পষ্ট করেনি দেশটি।
এছাড়া ইরানে সম্ভাব্য হামলার সঙ্গে নেতানিয়াহুর জরুরি বৈঠকের কোনো সম্পর্ক আছে কিনা এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি টাইমস অব ইসরাইল।
বিডি প্রতিদিন/জামশেদ