বুধবার সন্ধ্যা থেকে টানা বর্ষণে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। কার্যত পানির তলায় দিল্লি ও এনসিআরসংলগ্ন (দিল্লির সীমান্তবর্তী উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানের কিছু জেলা) একাধিক এলাকা। ঘণ্টার পর ঘণ্টা ঘরের মধ্যে বন্দি মানুষ, ব্যাহত ট্রাফিক ও বিমান পরিষেবা। সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির কারণে নয়জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে দিল্লিতে চারজন, গুরগাঁওয়ে তিনজন এবং গ্রেটার নয়ডায় দুজন। দিল্লির গাজীপুরে বড় ড্রেনে পড়ে মারা গেছেন তরুজা নামে ২২ বছরের এক নারী ও তার তিন বছরের সন্তান। সাপ্তাহিক বাজার করে তারা যখন ঘরে ফিরছিলেন সে সময় রাস্তা ভেবে চলতে গিয়ে ১৫ ফুট গভীর বড় ড্রেনে পড়ে তলিয়ে যান। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
এদিকে ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড জেলায় ভয়াবহ ভূমি ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫৬। প্রশাসনসূত্রে খবর, নিখোঁজের সংখ্যাও ২ শতাধিক। মঙ্গলবার অতি বর্ষণের কারণে ওই ভয়াবহ ভূমিধস ঘটে।