গাজা ভূখন্ডের বিভিন্ন এলাকায় গতকাল ভোরে ইসরায়েলে বোমা হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ডব্লিউএএফএ জানায়, গাজা সিটির আল-জালা সড়কের একটি আবাসিক ভবনে বিমান থেকে ফেলা বোমায় নারী ও শিশুসহ সাতজন নিহত হন। গাজা ভূখন্ডের মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নেওয়া আরেকটি বাড়িতে বোমা হামলায় আরও ১৫ জন নিহত হন।
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের পশ্চিমাঞ্চলীয় এলাকায় ত্রাণ বিতরণকারী লোকজনের ওপর চালানো আরেকটি বোমা হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন। চিকিৎসা কর্মীরা জানান, এর আগে রাফায় চালানো আরেকটি হামলায় অন্তত ৩০ জন আহত হন, এদের বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক। তারা আরও জানান, রাফার নিকটবর্তী শহর খান ইউনিসে ত্রাণ সরবরাহের নিরাপত্তায় নিয়োজিত আরেক দল লোকের ওপর পৃথক ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন আহত হন। বিবিসি