হাইতির একটি কারাগার থেকে পালানোর সময় ১২ কয়েদি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সেন্ট-মার্কের একটি কারাগারে এ ঘটনা ঘটেছে। এটি রাজধানী থেকে প্রায় ৫৫ মাইল (৮৮ কিলোমিটার) উত্তরে অবস্থিত। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
শহরটির মেয়র বলেন, গ্যাং সহিংসতার কারণে দীর্ঘায়িত মানবিক সংকটের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে হাইতিতে হওয়া এই ধরনের তৃতীয় ঘটনা এটি। রাষ্ট্রীয় প্রসিকিউটর ভেনসন ফ্রাঙ্কোইস বলেছেন, শুক্রবার বিকেলে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সেখানে প্রায় ৫৪০ বন্দি রয়েছেন। তবে স্থানীয়দের পলাতকদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ফ্রাঙ্কোইস বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে ফলাফল বিপর্যয়কর। পুলিশের সব আবাসস্থল পুড়ে গেছে।