ভারতের বিরোধীদলীয় ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। সেখানে তিনি বিভিন্ন গণমাধ্যম ও ব্যক্তির সঙ্গে কথা বলছেন। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখে দিল্লির সমপরিমাণ এলাকা দখল করেছে চীন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনকে ভালোভাবে পরিচালনা করেননি যার কারণে লাদাখে প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীনা সেনারা। এ এলাকা নয়াদিল্লির আয়তনের সমান। এটি একটি বিপর্যয় পরিস্থিতি বলেও জানিয়েছেন তিনি। গতকাল পৃথক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। রাহুল অভিযোগ করেছেন, ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশিত হয় না। এমনকি ভারতের গণমাধ্যমগুলো এ বিষয়ে তথ্য প্রকাশ করতে পছন্দও করে না।
তিনি আরও বলেছেন, একটি প্রতিবেশী আপনার ভূখন্ডের ৪ হাজার বর্গকিলোমিটার দখল করলে কোনো রাষ্ট্রনেতা কি এই বলে পার পেয়ে যাবেন যে তিনি দেশ ভালোভাবে পরিচালনা করেছেন? আমি মনে করি না যে, প্রধানমন্ত্রী মোদি চীনকে ভালোভাবে পরিচালনা করেছেন। এ ছাড়া আমি এটি মনে করি চীনা সেনাদের আমাদের ভূখন্ডে বসে থাকার কোনো কারণ নেই। রাহুল গান্ধী আরও বলেছেন, দুঃখের বিষয় হলো, ভারতের প্রধানমন্ত্রী বিরোধীদের বৈঠকে বলেছেন, দেশের এক ইঞ্চি জমিও কেউ দখল করেনি। এটা একটা নির্লজ্জ মিথ্যা কথা। সবাই জানে লাদাখের জমি চীন দখল করে নিয়েছে। প্রধানমন্ত্রী সত্য বলছেন না। এদিকে রাহুলের এমন বক্তব্যের পর নয়াদিল্লিতে বিজেপি নেতা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, রাহুলের বক্তব্য সম্পূর্ণ ভুল। ভারতীয় সেনাদের সাহসিকতা ও আত্মত্যাগের কারণে বরং গালওয়ান থেকে চীনা সেনারা পালিয়েছে।