বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেষবার হোয়াইট হাউসে দেখা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রায় শেষবারের মতো ইউক্রেনের জন্য বাড়তি ২৪০ কোটি ডলার অঙ্কের সামরিক সহায়তা মঞ্জুর করলেন বাইডেন। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে আরও ৫৫০ কোটি ডলার অঙ্কের সহায়তার আশ্বাসও দিলেন তিনি। এরপর কে নতুন মার্কিন প্রশাসনের হাল ধরবেন, সে বিষয়ে অনিশ্চয়তা সত্ত্বেও বাইডেন বলেন, ‘এখন আমরা ইউক্রেনের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব।’
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে জেলেনস্কি চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। মার্কিন নির্বাচনে কে জয়ী হবে তা নিশ্চিত না। তাই নির্বাচনের আগে মার্কিন প্রতিশ্রুতির পূরণ চান জেলেনস্কি। একই সঙ্গে তিনি আরও অস্ত্র সহায়তা চেয়েছেন।