এক বছরের বেশি সময়ে ধরে ফিলিস্তিনে বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। বেশ কয়েকবার যুদ্ধ বিরতির চেষ্টা করা হলেও তা সফল হয়নি। ফিলিস্তিনে যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়েছে বেশিরভাগ দেশ। এমন অবস্থায় ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে ক্যারিবিয়ান দেশ কিউবাতে ফিলিস্তিনপন্থি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মূলত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানী হাভানায় সোমবার হাজারো মানুষের এ মিছিল হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় প্রেসিডেন্ট মিগুয়েল ও তার সহযোগীরা ঐতিহ্যবাহী কেফিয়াহ স্কার্ফ পরেছিলেন। গাজার ফিলিস্তিনিদের সঙ্গে নিজেদের সংহতি প্রকাশ করতে এবং ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানাতে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল এবং কমিউনিস্ট-পরিচালিত এই দ্বীপ রাষ্ট্রটির অন্য নেতাদের নেতৃত্বে হাজার হাজার কিউবান নাগরিক রাজধানী হাভানায় মিছিল করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ সময় কিউবায় বসবাসরত প্রায় ২৫০ ফিলিস্তিনি মেডিকেল শিক্ষার্থীও এই মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিলে বিক্ষোভকারীরা একটি বড় ব্যানার বহন করেছিলেন। ব্যানারে লেখা ছিল, ‘স্বাধীন ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’।
কিউবায় এই মিছিলটি হওয়ার কথা ছিল গত ৭ অক্টোবর। কিন্তু হারিকেন মিল্টনের কারণে এ কর্মসূচির সময় পেছানো হয়। গত সপ্তাহে কিউবা ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানে হারিকেন মিল্টন।