ষাটের দশকের ছাত্রনেতা, বঙ্গবন্ধুর প্রেস সচিব প্রবীণ সাংবাদিক আমিনুল হক বাদশা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। প্রবাসী এই সাংবাদিক হার্টের অপারেশনের জন্য সম্প্রতি লন্ডনের নিউহ্যাম জেনারেল হসপিটালে ভর্তি হন। সেখানে তার অস্ত্রোপচার হয়। চিকিৎকরা জানিয়েছেন, হার্টের সফল অপারেশনের পর তিনি সেরে উঠছেন। তার শারীরিক সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য তিনি সব শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব, আত্দীয়স্বজন ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।