নিজের ভেতরে ডুব দাও বিস্তৃত প্রান্তর পাবে
ঘুচে যাবে শাদা-কালো-বাদামি বর্ণের ভূগোল :
প্রকৃতির সাথে সংলাপ কর, কথা বলো
মাটি পানি বাতাস ও বৃক্ষের সাথে
জীবনের সন্ধান পাবে
মিটে যাবে ব্যবধান যত।
অনেক খুঁজেছ অলীক স্বপ্নের সুখ
সত্যকে সরিয়ে রেখে অপথ্য গল্পের ঘরে;
মানুষকে দেখেছ শাস্ত্রের চোখে
দেখনি নিজের ছায়া, দেখনি আপন আত্মার মাঝে
নীরবে ঘুমিয়ে আছে
মানুষের মায়া।