সাদা পোশাক, লাল বলের টেস্ট খেলার জমজমাট সময়ে ওয়ানডে ক্রিকেটের শুরু। ৫৩ বছর আগে ১৯৭১ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ দিয়ে ওয়ানডে শুরু। এ মুহূর্তে সবচেয়ে চিত্তাকর্ষক খেলা ওয়ানডে। এখন পর্যন্ত ওয়ানডে হয়েছে ৪৭৫০টি। পৌনে ৫ হাজার ওয়ানডেতে প্রথম ক্রিকেটার হিসেবে স্কটল্যান্ডের এক পেসার চার্লি ক্যাসেল অবিশ্বাস্য এক রেকর্ডের জন্ম দিয়েছেন। স্কটিশ বাণিজ্যিক নগরী ডান্ডিতে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ-২-এর স্কটল্যান্ড-ওমান ম্যাচে স্কটিশ ডান হাতি ফাস্ট বোলার ক্যাসেল অভিষেকে ৭ উইকেট নিয়েছেন। আগের রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা। ২০১৫ সালে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে অভিষেকে ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। গত পরশু থার্ড সিমার হিসেবে বোলিংয়ে এসে এ অবিশ্বাস্য কীর্তি গড়েন। ম্যাচে তার বোলিং স্পেল ৫.৪-১-২১-৭। স্কটল্যান্ড ১৯৬ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় ওমানকে। ৭ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ১৫ জনের। ওয়ানডে ক্রিকেটে সেরা বোলিং শ্রীলঙ্কার বাঁ হাতি পেসার চামিন্দা ভাসের। ২০০১ সালে কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে ভাসের স্পেল ৮-০-১৯-৮।