বিদেশি লিগে বাংলাদেশের নারী ফুটবলারদের খেলা নতুন নয়। তবে এএফসি ক্লাব পর্যায়ে টুর্নামেন্টে কেউ খেলেননি। এবার তার স্বপ্ন পূরণ হতে চলেছে। চলতে মাসেই প্রথমবারের মতো শুরু হবে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। বাংলাদেশের কোনো ক্লাব আসরে নেই। কেননা কারোই এএফসি লাইসেন্স নেই। টুর্নামেন্ট খেলতে হলে লাইসেন্সধারী হতে হবে। তা ভালোভাবে জানতেন বাফুফের নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বিষয়টি কী কারণে কোনো ক্লাবকে জানানো হয়নি সেটাই রহস্য।
বাংলাদেশের চার নারী ফুটবলার সাবিনা খাতুন, ঋতুপর্ণা, মারিয়া মান্ডা ও মণিকা চাকমা ঠিকই চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন। তবে ভুটানের রয়েল থিম্পু ক্লাবের হয়ে। বাফুফে তাদের ছাড়পত্রও দিয়েছে। তবে অবাক লাগে ভুটান যদি এএফসি ক্লাবে খেলতে পারে সেখানে বাংলাদেশের কোনো ক্লাব খেলবে না কেন?