নারী টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে সেমিফাইনালে স্বপ্ন শেষ নিগারদের। এখন বাকি আনুষ্ঠানিকতার ম্যাচ। আজ দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ যাত্রার আগে অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন, একটি জয় চান। তবে স্বপ্ন সেমিফাইনালের। প্রথম ম্যাচে স্কটিশ মেয়েদের হারিয়ে এক দশকের খরা কাটিয়ে লক্ষ্য পূরণ হলেও স্বপ্ন উঁকি দিয়েছিল ইংলিশ মেয়েদের বিপক্ষে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ২১ রানে হারে নিগাররা। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে নির্ধারিত ওভারে ৮ উইকেটে মাত্র ১০৩ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে, ৪৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ান মেয়েরা। প্রতিটি ম্যাচেই বোলারদের আধিপত্য থাকলেও ছিল ব্যাটিং ব্যর্থতা। তাও অবশ্য স্বীকারও করেছেন অধিনায়ক নিগার সুলতানা।