প্রথম থেকে দশম আসর- সবগুলোতেই ওতপ্রোতভাবে জড়িয়েছিল বিতর্ক। অর্থকড়ি নিয়েও ছিল বিস্তর প্রশ্ন। এবার বসছে বিপিএলের ১১তম আসর। বিসিবি চাইছে এবার সব বিতর্ক ছুড়ে ফেলে দেশের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট বিপিএল আয়োজন করতে। স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে আজ বসছে বিপিএল প্লেয়ার্স ড্রাফট। ৬ ক্যাটাগরিতে দেশের ১৯৮ ক্রিকেটার এবং ৫ ক্যাটাগরিতে ৪৪০ জন বিদেশি ক্রিকেটার প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন। বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর।
বিসিবি চাইছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনা অনুযায়ী বিপিএল আয়োজন করতে। এজন্য বিসিবি সহযোগিতা চেয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই টেস্ট ম্যাচ সিরিজের নিরাপত্তাব্যবস্থা দেখতে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর মিডিয়ার মুখোমুখিতে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘পরিবর্তিত সময়ের পরিপ্রেক্ষিতে বিপিএলকে কীভাবে মানুষের সঙ্গে আরও সম্পৃক্ত করা যায়, সেটাই আমরা চেষ্টা করছি।’ প্রধান উপদেষ্টার অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রসঙ্গে বলেন, ‘বিপিএলকে একটা টুর্নামেন্ট হিসেবে ভালোভাবে উপস্থাপন করতে চাই। বিসিবি অবশ্যই বড় ভূমিকাটা রাখবে। তবে আমার মনে হয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে সাহায্য করতেন, তিনি সর্বশেষ অলিম্পিকেও বড় একটা ভূমিকা রেখেছেন, বিপিএলের মতো টুর্নামেন্টে আমরা যদি তাঁর সেই অভিজ্ঞতা ব্যবহার না করি, সেটা দুর্ভাগ্যজনক হবে।’ এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘নতুন শুরু সব সময়ই করা যায়, যেখান থেকে আমরা উত্তরোত্তর ভালো করতে পারি। চমৎকার কিছু আইডিয়া আছে। আমরা চেষ্টা করব সেগুলো বাস্তবায়ন করতে। আপনারা এই বিপিএলে অবশ্যই নতুন কিছু দেখতে পাবেন, যেটাতে আপনাদের সম্পৃক্ততা থাকবে। দর্শক, মিডিয়া- সবাই যেন টুর্নামেন্টটার সঙ্গে সম্পৃক্ততা অনুভব করে।’
বিপিএলের গত আসরে স্থানীয় ক্রিকেটারদের ৭ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। এবার ১৯৮ ক্রিকেটারকে ভাগ করা হয়েছে ৬ ক্যাটাগরিতে। ক্রিকেটারদের পারিশ্রমিকও কমানো হয়েছে। আগের আসরে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৭০ লাখ টাকা। এবার ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৬০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের সংখ্যা ১২- লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়। সাকিব ও শরিফুল খেলবেন চিটাগং কিংস, মিরাজ খুলনা টাইগার্স, মুশফিক, তামিম ও তাওহিদ খেলবেন বরিশাল ফরচুন এবং মুস্তাফিজ খেলবেন ঢাকা ক্যাপিটালসের পক্ষে। ‘বি’ ক্যাটাগরির পারিশ্রমিক ৪০ লাখ টাকা। এ ক্যাটাগরির ক্রিকেটার সংখ্যা ১২। ‘সি’ ক্যাটাগরির পারিশ্রমিক ২৫ লাখ এবং ক্রিকেটার সংখ্যা ২২, ‘ডি’ ক্যাটাগরির পারিশ্রমিক ২০ লাখ টাকা ও ক্রিকেটার সংখ্যা ২৮, ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটার ৫১ জন এবং পারিশ্রমিক ১৫ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটার সংখ্যা ৭৩ এবং পারিশ্রমিক ১০ লাখ টাকা।
আসরে বিদেশি ক্রিকেটার নাম লিখেছেন ৪৪০ জন। ভাগ করা হয়েছে ৫ ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরির মূল্য ৭০ হাজার ডলার। আগের আসরে ছিল ৮০ হাজার ডলার। ‘বি’ ক্যাটাগরির ৬০ হাজার ডলার থেকে কমিয়ে ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরি ৪০ হাজার ডলার থেকে কমিয়ে ৩০ হাজার, ‘ডি’ ক্যাটাগরির ৩০ হাজার ডলার থেকে কমিয়ে ২৫ হাজার এবং ‘ই’ ক্যাটাগরির পারিশ্রমিক ২০ হাজার ডলার থেকে কমিয়ে করা হয়েছে ১৫ হাজার ডলার। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ২০ ক্রিকেটার, ‘বি’ ক্যাটাগরিতে ৩৮, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ ও ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ ক্রিকেটার আছেন। পরিচিত ক্রিকেটারদের মধ্যে ড্রাফটে নাম লিখিয়েছেন- অ্যালেক্স হেলস, পিটার সিডল, ডেভিড মালান, হজরতউল্লাহ জাজাই, ওলি রবিনসন, মার্টিন গাপটিল, কার্লোস ব্রেথওয়েট, লুক উড, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, পাথুম নিসাঙ্কা, চামারা কাপুগেদারা, রাকিম কর্নওয়াল, ইসুরু উদানা, কোরি অ্যান্ডারসন, আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, সাদিরা সামারাবিক্রমার মতো ক্রিকেটার।