বিপিএলের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ। দেশি ও বিদেশি তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গড়েছে রংপুর রাইডার্স। প্লেয়ার্স ড্রাফটে সর্বকনিষ্ঠ ডেলিগেট হিসেবে ক্রিকেটার বাছাই করে রেকর্ড গড়েছেন শেজাদ আকবর সোবহান। ১৪ অক্টোবর সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ড্রাফটে তিনি রংপুর রাইডার্সের ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথমবারের মতো সর্বকনিষ্ঠ ডেলিগেট হয়ে ব্যতিক্রমী রেকর্ড গড়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রথম জুনিয়র হিসেবে রংপুর রাইডার্সের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে অংশ নিয়ে খুব ভালো লাগছে। আমাদের প্লেয়ারদের নির্বাচন নিয়ে আমি খুব সন্তুষ্ট। আমরা খুব ভালো দল গঠন করেছি এবং খেলোয়াড়দের মধ্যে ভালো বোঝাপড়া হবে বলে আশা করছি। আমি বিশ্বাস করি, আমরা অনেক ভালো করব।’ তিনি আরও বলেন, ‘এই আসরে দলের ওপর হয়তো অনেক প্রেসার থাকবে। তবে আমরা দলকে ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।’ স্থানীয় দুই ক্রিকেটার মেহেদি ও সোহানের ওপর ভরসা করছেন শেজাদ আকবর সোবহান, ‘আমরা সোহান এবং মেহেদিকে রিটেইন করেছি। তারা গত কয়েক বছর খুব ভালো খেলছে। আমি তাদের ওপর বিশ্বাস রাখছি।’
রংপুর রাইডার্স নিয়ে উচ্ছ্বাস পোষণ করেন, ‘বাসায় আমরা সবাই মিলে এক সঙ্গে খেলা দেখি। আমরা অনেক খুশি, আমরা জিতি। খুব খুশি লাগে ক্রিকেটাররা ছক্কা ও চার মারলে।’