বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন যৌথ ভাবে। তাই রাখঢাক না রেখেই সে কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন নাতাশা স্ট্যানকোভিচ। তারই মাশুল গুনছেন যেন নাতাশা। স্বামীর দেশ ভারত ছেড়ে নিজের দেশে ফিরে গিয়েছেন।
একমাত্র ছেলেকে নিয়ে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাতাশা কোনও বক্তব্য বা ছবি শেয়ার করলেই হার্দিকের ভক্ত-অনুরাগীরা কটাক্ষ করছেন।
চার বছর সম্পর্কে ছিল এ তারকা দম্পতি। সেই অনুভূতি থেকেই কটাক্ষর জবাব দিতে নাতাশার পাশে দাঁড়ালেন হার্দিক। প্রথম বার প্রকাশ্যে সমর্থন করলেন তাকে।
বিচ্ছেদের পর ছেলে অগস্ত্যকে নিয়ে সার্বিয়ার একটি থিম পার্কে গিয়েছিলেন তিনি। মা-ছেলের ছুটি কাটানোর কিছু মুহূর্ত স্বাভাবিক ভাবেই ক্যামেরাবন্দি। কখনও মা-ছেলে ডাইনোসরের মূর্তির সামনে দাঁড়িয়ে। কখনও নিজেদের মেলে ধরেছেন নীল আকাশের নিচে।
এই ছবির কমেন্ট বক্সে হার্দিক ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। তার দু’চোখে ভালোবাসার প্রকাশ। মা-ছেলের যুগলবন্দি মন কেড়েছে তার, সে কথা জানাতেও ভোলেননি। হার্দিকের এই ইতিবাচক মনোভাব মন কেড়েছে তার অনুরাগীদের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ