আগামীকাল শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী অ্যাম্বাসি ফুটবল ফেস্ট। ২০টি দেশের দূতাবাস অংশ নেবে এই টুর্নামেন্টে। পঞ্চমবারের মতো আয়োজন করা হচ্ছে এমন টুর্নামেন্ট।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সৌদি দূতাবাস। ঢাকায় বিদেশি দূতাবাসগুলো নিয়ে আয়োজিত ফুটবল উৎসব বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।
সৌদি দূতাবাসের গণমাধ্যম বিভাগের প্রধান জামাল আল মনসুরি জানিয়েছেন, বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মাঠে শুক্রবার সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। শনিবার বিকেলে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।
পঞ্চম আসরে অংশ নেবে যেসব দল—স্বাগতিক বাংলাদেশ, মার্কিন দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন, অস্ট্রেলিয়ার হাইকমিশন, কানাডার হাইকমিশন, সৌদি হাইকমিশন, পাকিস্তান হাইকমিশন, ভারতীয় হাইকমিশন, রাশিয়ার হাইকমিশন, জাতিসংঘ, নরডিক (ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন) দল, ইন্দোনেশিয়ার হাইকমিশন, মালয়েশিয়ার হাইকমিশন, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, ফিলিস্তিনের হাইকমিশন, নেদারল্যান্ডসের হাইকমিশন, তুরস্কের হাইকমিশন এবং ইতালির হাইকমিশন।
বিডি প্রতিদিন/জুনাইদ