উয়েফা নেশন্স লিগে হাইভোল্টেজ ম্যাচে গতরাতে মাঠে নেমেছিল জার্মানি ও নেদারল্যান্ডস। আলিয়াঞ্জ এরিনায় সেই ম্যাচে ডাচদের ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করল জার্মানি। রাতে আরেক হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। এই হারে নেশন্স লিগের কোয়ার্টারে যাওয়ার আশা অনেকটা ফিকে হয়ে গেছে বেলজিয়ামের জন্য। ৪৩ বছরের আক্ষেপ এবারও ঘুচাতে পারেনি দলটি।
জার্মানি ১-০ নেদারল্যান্ডস
ম্যাচটা হাইভোল্টেজ হলেও মাঠে তার আঁচ পাওয়া যায়নি। ঘরের মাঠে খেলা হওয়ায় পুরো ম্যাচে আধিপত্য ছিল জার্মানির। তবুও প্রথমার্ধে গোল করতে পারেনি জার্মানি। ম্যাচের ৬৪ মিনিটে গোল করে দলকে উল্লাসে মাতান জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামা উইঙ্গার জেমি লেভেলিং। তার গোলই ম্যাচে ব্যবধান গড়ে দেয়।
চার ম্যাচে তিন জয় এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে আছে তারা। ৫ পয়েন্ট নিয়ে পরের স্থানে নেদারল্যান্ডস। এই গ্রুপে দিনের আরেক ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি।
বেলজিয়াম ১-২ ফ্রান্স
ফ্রান্সের বিপক্ষে এবারও জয়-খরা কাটাতে পারল না বেলজিয়াম। জমজমাট লড়াইয়ের ম্যাচে তাদের হারিয়ে টানা তৃতীয় জয়ে নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে যাওয়ার আশা উজ্জ্বল করল ফ্রান্স। বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে তারা। পেনাল্টি স্পট থেকে শুরুর গোলটি করেন ফরাসি স্ট্রাইকার রান্ডাল কোলো মুয়ানি। প্রথমার্ধের স্টপেজ টাইমে বেলজিয়ামের লুইস ওপেন্ডা একটি গোল শোধ করেছেন। তবে ঘণ্টা খানেকের মাথায় মুয়ানি নিজের জোড়া গোল তুলে নিশ্চিত করেছেন ফ্রান্সের জয়। একই গ্রুপ থেকে ইতালিও কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ইসরায়েলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। জোড়া গোল করেছেন ইতালি ডিফেন্ডার জিওভানি ডি লরেঞ্জো।
এই জয়ে ‘এ’ লিগের গ্রুপ দুইয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি। সমান ম্যাচে ফ্রান্সের সংগ্রহ ৯ পয়েন্ট। পরের রাউন্ড নিশ্চিত করতে পরের দুই ম্যাচ থেকে ইতালির প্রয়োজন এক পয়েন্ট।
বিডি প্রতিদিন/জামশেদ