চেন্নাই টেস্টের প্রথমদিন বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের বোলিং তোপে ঘরের মাঠে ভারত নিজেরাই ভেসে গেছে। কিউই পেসারদের সামনে দাঁড়াতেই পারেননি রোহিত-কোহলিরা। মাত্র ৪৬ রানে অলআউট হয়ে ভারত একগাদা লজ্জার রেকর্ডও গড়েছে। দেশের মাটিতে টেস্টে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার দায় পরবর্তীতে নিজের কাঁধে নিয়েছেন স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা।
চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ স্পিনারদের জন্য সহায়ক হবে মনে করে রোহিত প্রথমে নাকি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এ ছাড়া ভারত একাদশ সাজায় তিন স্পিনার নিয়ে, পেসার মাত্র দু'জন। এমন অবস্থায় আগে ব্যাট করতে নেমেই পেসারদের তোপে পড়েন কোহলি-সরফরাজ ও লোকেশ রাহুলরা। ম্যাট হেনরি ও উইল ও’রুর্কির গতিতে দিশেহারা হয়ে প্রথম আট ব্যাটারের মধ্যে পাঁচজনই আউট হয়েছেন শূন্য রানে।
ভারতের এমন করুণ দশা দেখে প্রশ্ন উঠেছে রোহিতের আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে। সংবাদ সম্মেলনেও তাকে সেই প্রশ্নের জবাব দিতে হয়েছে। মূলত পিচ বুঝতে ভুল করেছেন বলে অকপটে স্বীকার করেছেন রোহিত, ‘এই পিচে পেসাররা সাহায্য পেয়েছে। আমরা বুঝতে পারিনি যে এমনটা হতে পারে। ভেবেছিলাম প্রথম সেশনের পর পেসাররা সাহায্য পাবে না। পিচে ঘাসও ছিল না বেশি। তাতেও আমরা মাত্র ৪৬ রানে আউট হয়ে গিয়েছি। আমাদের যে শট নির্বাচন ঠিক ছিল না এটা বোঝাই যাচ্ছে। খুব খারাপ একটা দিন গেল। অনেক সময় কিছু একটা করার ইচ্ছা থাকলেও আপনি করতে পারেন না। আজ সে রকমই একটা দিন।’
আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তও ভুল ছিল বলে দাবি ভারত অধিনায়কের, ‘আমিই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের পিচ বুঝতে ভুল হয়েছে। ভেবেছিলাম পাটা উইকেট হবে। ভাল করে পিচ পড়তে পারিনি। অধিনায়ক হিসেবে ৪৬ রানের স্কোরটা দেখতেও খারাপ লাগছে। কারণ টসে আমিই গিয়েছিলাম। তবে বছরে একবার-দু’বার খারাপ সিদ্ধান্ত নিলে এত চাপে পড়ার কিছু নেই। পিচ সাদামাটা হবে ভেবেই কুলদীপকে (যাদব) নেওয়া হয়েছিল, কারণ ফ্ল্যাট পিচে সে উইকেট নিতে দক্ষ।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ