বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

এগিয়ে যাচ্ছে ডিজিটাল লেনদেন

জাফর আলম, ব্যবস্থাপনা পরিচালক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড

এগিয়ে যাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল লেনদেনে ঝুঁকি থাকবেই। ঝুঁকি তো নগদ লেনদেনের বেলায়ও থাকে। কিন্তু এই ঝুঁকি মিনিমাইজ করেই এগিয়ে যাচ্ছে ডিজিটাল লেনদেন। যা ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে বলে মনে করেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক্ষেত্রে মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে দেশে মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিস ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে, যেখানে দৈনিক মোট লেনদেনের পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা। এ ছাড়া ৪৮ লাখ মানুষ ইন্টারনেট ব্যাংকিংয়ে যুক্ত আছে। যদিও এ সংখ্যা খুবই কম। দেশে প্রায় ৩ কোটি ডেবিট কার্ড ও ২৫ লাখ ক্রেডিট কার্ড ব্যবহারকারী আছেন সঙ্গে এটিএম, পস, সিআরএম, সিডিএম, আরটিজিএস, ইফটিএন ইত্যাদির ব্যবহার ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করছে বলে আমি মনে করি। আসলে প্রযুক্তিকে আমাদের ধারণ করতে হবে। আমরা যথাযথভাবেই এগোচ্ছি। তিনি বলেন, আর্থিক খাতে প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সাইবার ঝুঁকি। এর মধ্যে অন্যতম হচ্ছে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড কোলন করার মাধ্যমে এটিএম জালিয়াতি এবং ব্যাংকের অনলাইনে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে গ্রাহকের অ্যাকাউন্টের তথ্য চুরির মাধ্যমে জালিয়াতি। এসব ঝুঁকি মোকাবিলায় ব্যাংকের অভ্যন্তরীণ তদারকি বৃদ্ধি ও প্রযুক্তিগত নিরাপত্তা জোরদারের বিকল্প নেই।

সর্বশেষ খবর