চলতি নভেম্বর মাসের অর্ধেক চলে গেছে। বছরের এ সময় রংপুর অঞ্চলে দিনে-রাতে শীতের দাপট থাকার কথা। অথচ এবার তা অনুপস্থিত। দিনে গরম, রাতে ঠান্ডা। এ রকম আবহাওয়ার সঙ্গে আগে পরিচিত ছিল না এ অঞ্চলের মানুষ। অবস্থা এমন যে, অঞ্চলটিতে দিনরাতের তাপমাত্রার পার্থক্য ১৩ ডিগ্রি সেলসিয়াসের বেশিতে গিয়ে পৌঁছেছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুরসহ আশপাশের এলাকায় রাতে তাপমাত্রা কমতে শুরু করলেও দিনের তাপমাত্রা খুব একটা কমেনি। রাতের কম তাপমাত্রা শীত যে আসছে সেটির জানান দিচ্ছে।
কিন্তু দিনে ঘটছে ব্যতিক্রম। রাতের মতো দিনেও শীতের আমেজ বিরাজ করার কথা থাকলেও ঘাম ঝরানো গরম পড়ছে। দিনে ফ্যান, এসির ব্যবহার করতে হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে, শীতের প্রাক্কালে অঞ্চলটিতে প্রতিদিন তাপমাত্রা কমার কথা। গত এক সপ্তাহে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস কমলেও দিনের তাপমাত্রা তেমন একটা কমেনি। মোটকথা এ অঞ্চলের মানুষ শীত মোকাবিলার প্রস্তুতি গ্রহণ করলেও নভেম্বরে যে পরিমাণ শীত অনুভূত হওয়ার তা এখন পর্যন্ত প্রকৃতিতে দেখা যায়নি। তবে আবহাওয়াবিদদের শঙ্কা, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অফিসের তথ্য মতে, গতকাল রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি। আগের দিন শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বিডি প্রতিদিন/এমআই