লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার পূর্বসারডুবি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রমজান আলী (২০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সে এই গ্রামের আজগর আলীর ছেলে।
আজ সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রমজান বাড়ির পাশের ফসল ক্ষেতে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎ চালিত মটর চালু করেন। এ সময় সংযোগ দিতে গিয়ে তার শরীরে শক লেগে ইলেকট্রিক তার গলায় জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
স্থানীয় লোকজনের সহায়তায় রমজানকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সহকারী চিকিৎসক শহিদুল তাকে মৃত ঘোষণা করেন।