গাজীপুরের পূবাইলে রবিবার মাওলানা রইস উদ্দিন নামে মসজিদের এক ইমামকে ‘মব ভায়োলেন্স’ সৃষ্টি করে নির্যাতনে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। গতকাল আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, মাসউদ হোসাইন আল কাদরী, মাওলানা আবদুল আউয়াল আল কাদরী, সৈয়দ ফারহান হোসেন রিজভী প্রমুখ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম বলেন, রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী সাজেদা আক্তার থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার সকালে একটি মহল গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম রইস উদ্দিনকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। ওই দিন রাতেই তার মৃত্যু হয়। এ হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে পূবাইল থানায় অভিযোগ দিয়েছেন।