ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি গার্মেন্টসে কাজ করার সময় সহকর্মীর ছুরিকাঘাতে মো. হাসান (১৫) নামে এক কিশোর খুন হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে আগানগরের ছোট মসজিদ রোডের ফাড়িয়া প্লাজার চতুর্থ তলায় সোনিয়া গার্মেন্টসে এ ঘটনা ঘটে। জানা গেছে, হাসান ও অভিযুক্ত রিফাত হোসেন (১৫) একই গার্মেন্টসে চাকরি করত। রিফাত তার মাকে উদ্দেশ্য করে গালাগালি করলে হাসান প্রতিবাদ করে। একপর্যায়ে রিফাত কাঁচি দিয়ে হাসানকে আঘাত করে। গার্মেন্টসের অন্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু হয়। ওসি মাজহারুল ইসলাম বলেন, অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।