প্রতিটি শিশুই অনন্য ও বৈচিত্র্যপূর্ণ। শিল্প আনন্দদায়ক আবার শিল্পের মাধ্যমে শিখনও আনন্দদায়ক। তাই শিশুদের শিল্পের মাধ্যমে ব্যতিক্রমী শিখনের আয়োজন করল বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখা।
রবিবার (২৬ জানুয়ারি) উপজেলার বুড়িমুটকী সপ্রাবির ছোট্ট সোনামণিরা রঙ্গিন ও সাদা কাগজ দিয়ে মনের মতো আকৃতি তৈরি করে হস্তশিল্প প্রদর্শন করে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুবর্ণা শবনম বলেন, এমন আয়োজন শিশুর সৃজন শক্তির বিকাশ ঘটে, উদ্ভাবনী ও কল্পনাশক্তির প্রসার ঘটে। তিনি বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান চমৎকার সব শিশুতোষ আয়োজনগুলোর জন্য।
বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন বলেন, 'শিল্পকলার মাধ্যমে একটি শিশুর মস্তিষ্কে আকার, আকৃতি, রং, রূপ, গঠন ইত্যাদির ধারণা সৃষ্টি হয়। শিল্পবোধ ও সৌন্দর্যবোধের জন্ম দেয়। আমরা আশা করছি কাগজ দিয়ে বানানো হস্তশিল্প প্রদর্শনী শিশুদের আনন্দ দিয়েছে ও খেলার ছলে তাদের অনেক স্কিল গঠন হয়েছে।'
বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি শাকিল আহমেদ সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করায় শিক্ষকমণ্ডলী ও শুভসংঘের বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজ সেলিম নিয়ন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত হয়ে সার্বিক সহযোগীতা করেছেন বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলার সহ-সভাপতি সারোয়ার সোহাগ, সহ-সাধারণ সম্পাদক আসলাম আসিক, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান বিজয়, সদস্য সিফাত রাসেল ও সিহাব।
বিডি প্রতিদিন/মুসা