অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রিনাৎ সুলতানার কাব্যগ্রন্থ ‘বেওয়ারিশ সিরিজ’। সম সাময়িক নানা ঘটনা নিয়ে রচিত ১০০টি কবিতা নিয়ে প্রকাশিত এই কাব্যগ্রন্থ মেলায় সাড়া ফেলেছে।
মনজুরুল ইসলাম মেঘের নান্দনিক প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে মোরালুক লিমিটেড। বাংলা একাডেমির ভেতরের ৭৬৮ নং স্টলে বইটি পাঠকপ্রিয়তা পেয়েছে।
প্রকাশনাটির ক্রিয়েটিভ প্রধান এল কে হোসাইন জানিয়েছেন, অনলাইন অর্ডারেও এই প্রকাশনার সকল বই বেশ বিক্রি হচ্ছে। মোরালুক সূত্রে জানা যায়, তাদের প্রকাশিত বইয়ের মধ্যে বিক্রয় তালিকার শীর্ষে আছে বড়ুয়া মনোজিত ধীমনের চলচ্চিত্র চিত্রনাট্য গ্রন্থ ‘পাথর’, রিনাৎ সুলতানার কাব্যগ্রন্থ ‘বেওয়ারিশ’, জাকির সোহানের গল্পগ্রন্থ ‘পুলসিরাত পার হতে হতে আঁকি পৃথিবী’, এল কে হোসাইন এর ছড়াগ্রন্থ ‘ছড়ার ঘ্রাণ জুড়াই প্রাণ’।অমর একুশে বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিডিপ্রতিদিন/কবিরুল