মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সরকারের পরিকল্পিত ও টেকসই উন্নয়নের ধারায় দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। এই সুখবর খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে সংবর্ধনা সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, উপকূলীয় যেসব প্রজাতির মাছ হারিয়ে যেতে বসেছে সেসব মাছ হ্যাচারিতে এনে প্রজনন বৃদ্ধির কৌশল বের করতে হবে। এছাড়া মাছের উৎপাদন বৃদ্ধি ও টেকসই রাখতে উচ্চপর্যায়ের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে কৃষির বহুমুখী উন্নয়ন সূচনা করেন। তিনি পোনা অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি ও বিদেশ থেকে উন্নত জাতের গরু আমদানি করেছেন।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. গাউছিয়াতুর রেজা বানুর সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এফএমআরটি ডিসিপ্লিন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রীকে দুইটি ক্রেস্ট উপহার দেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এফএমআরটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইফতেখারুল আলম, সহকারী অধ্যাপক সুদীপ্ত দেবনাথ এবং প্রফেসর ড. আইয়াজ হাসান চিশতী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শেখ তারেক আরাফাত।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম