ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কারিকুলাম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় সেলফ অ্যাসেসম্যান্ট কমিটির প্রধান ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউড অব অ্যাডুকেশন অ্যান্ড রিচার্সের (আইইআর) অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ও সেলফ অ্যাসেসম্যান্ট কমিটির সদস্য অধ্যাপক ড. নাসিম বানু, অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. জুলফিকার হোসেন, অধ্যাপক গিয়াস উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. শফিকুল আলম প্রমুখ।
কর্মশালায় রিসোর্স পারসন অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ ‘কারিকুলাম ডিজাইন অ্যান্ড ডিভেলপমেন্ট’ এর উপর বিভিন্ন আলোচনা উপস্থাপন করেন।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৮/এনায়েত করিম