চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৩২৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত ৩০তম সিনেট সভায় তা উপস্থাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয় (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার কেএম নুর আহমদ। সভায় উপস্থিত ছিলেন ইউজিসি’র চেয়ারম্যান ও চবি’র সাবেক উপাচার্য প্রফেসর আবদুল মান্নান।
বাজেটে উল্লেখযোগ্য খাতগুলোর মধ্যে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বেতন খাতে ১৯৮ কোটি ২০ লাখ টাকা, পেনশন খাতে ৬৯ কোটি ১০ লাখ টাকা, চিকিৎসা খাতে ৫০ লাখ টাকা, আসবাবপত্র ক্রয় ৭০ লাখ টাকা, পরিবহন খাতে ২ কোটি ২০ লাখ টাকা, গবেষণা খাতে ২ কোটি টাকা, এছাড়া বিশেষ গবেষণা খাতে ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম