চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাবেক সভাপতি ও দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার রুবেল খানের শিশুকন্যা রাইফা খানের ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। একই সাথে ঘটনার সঙ্গে জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।
আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ বাইজিদ ইমন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, চবিসাসের সাবেক সভাপতি রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা খানকে নগরীর বেসরকারি ম্যাক্স হাসসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকেও হাসিখুশী ছিল রাইফা। রাত ১১টার দিকে চিকিৎসকের পরামর্শে তাকে ভুল ইনজেকশন দেয় নার্স। এরপরই অস্বাভাবিক খিচুনি দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশু রাইফা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৮/হিমেল