কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার সময় এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান লাইব্রেরিয়ান এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. জাভেদ আহমেদ। নিজের পরিচয় দেয়ার পরও রেহাই পাননি তিনি। ছাত্রলীগের নেতাকর্মীদের রোষের মুখে পড়ে তার হাতের তালু কেটে যায়।
জানা যায়, শনিবার সকাল সোয়া ১১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা আন্দোলনের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহ নূরকে এলোপাতাড়ি পেটাতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় জাভেদ আহমেদ এগিয়ে গেলে তার পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করেন নূর। পরে নূরকে রক্ষা করতে জাভেদ আহমেদ নিজের পরিচয় দিলেও তাতে কোনো কাজ হয়নি।
ড. জাভেদ আহমেদ বলেন, মানুষ মানুষকে এভাবে মারতে পারে না। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তোমরা সবাই ছাত্র। সহপাঠী সহপাঠীর ওপর এভাবে হামলা করতে পারে না। আমি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দেয়ার পরও তারা আমার ওপরও চড়াও হয়েছে। আমার হাতের তালু কেটে গেছে।
এদিকে হামলার পর কোটা সংস্কার আন্দোলনকারীরা বিচ্ছিন্ন হয়ে পড়েন।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৮/হিমেল