হলের দোতলা থেকে পড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বায়জিদ বোস্তামি (২২) নামে এক শিক্ষার্থী আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
বায়জিদ বোস্তামি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের লেভেল-৪,সেমিস্টার-১ এর শিক্ষার্থী। তার পিতা মো. সাইফুল ইসলাম। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, এই দুর্ঘটনার কথা বায়জিদের পরিবারকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার