চাকরির কোটা সংস্কার আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ খানসহ গ্রেফতারকৃতদের মুক্তি ও নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে কোটা সংস্কার প্রজ্ঞাপনের দাবিতে ক্লাশ-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এই দাবিতে সোমবার সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
মিছিলটি বরিশাল-পটুয়াখালী সড়কের জিরো পয়েন্ট প্রদক্ষিন করে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন