কোটা সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থী’র ব্যানারে আয়োজিত মানবববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা।
এ সময় ‘আন্দোলনে ছাত্রলীগের হামলার বিচার চাই’, ‘ছাত্রলীগের সন্ত্রাস থেকে শিক্ষা বাচাঁও,’ ‘ক্যাম্পাসে নিরাপত্তা দে, নইলে পদ ছেড়ে দে’, ‘আন্দোলনের সঙ্গে প্রহসন বন্ধ কর, যৌক্তিক সংস্কার কর,’ নানা ফেস্টুন প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গত দুইদিন কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ হামলা চালালেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসন নৈতিকভাবে যে জায়গায় আছে সেখানে থেকে চুপ করে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তারা।
এদিকে, মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ, মধুর ক্যান্টিন, ব্যবসা শিক্ষা অনুষদ, অপরাজেয় বাংলা ঘুরে প্রক্টর অফিসের গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে ছাত্রলীগের হামলার বিভিন্ন বিষয় তুলে ধরেন তারা।
অন্যদিকে কোটা আন্দোলনকারীরা ‘গুজব’ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। এ ধরনের ‘গুজব’ না ছড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এদিকে, কোটা সংস্কার নামে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে ছাত্রলীগ নেতারা। তাদের দাবি, এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয়।
বিডি-প্রতিদিন/০৩ জুলাই, ২০১৮/মাহবুব